ভোটের প্রচার শুরু করলেন কৌশানী মুখোপাধ্যায়। কৃষ্ণনগর উত্তরের প্রার্থী এখন এই টলি অভিনেত্রী। কৃষ্ণনগরের রাস্তায় রাস্তায় ঘুরে চলল তাঁর প্রচার। মিশে গেলেন সাধারণ মানুষের মধ্যে। নিজেকে দিদির কান্ডারি বলে পরিচয়ও দিলেন। প্রসঙ্গত কৌশানী মুখোপাধ্যায়ের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করার পর মঙ্গলবার প্রথম কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে পা রেখেছেন তিনি। বুধবার থেকেই তিনি প্রচারে নেমে পড়লেন। তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী কৌশানী মুখার্জী বলেন,গতকাল আমি বলেছিলাম গাড়িতে করে নয় পায়ে হেঁটে মানুষের দরজায় দরজায় পৌঁছব। আর আজ থেকেই সেই কাজ শুরু করে দিলাম। তিনি বলেন এই লড়াই বাংলার মানুষের লড়াই,এখানকার যারা স্থানীয় নেতৃত্ব আছে আমি তাদের শ্রদ্ধা করি এবং তারা যেভাবে বলবে আমি সেভাবেই চলব। এর পাশাপাশি তিনি বলেন মাথার উপর দিদি আছে তখন আমাদের আর চিন্তা কিসের। এ লড়াইয়ে আমরা জিতবই।