ফের হুমকি হামিদুল রহমানের। নাম না করেই শুভেন্দুকে হুমকি। শুভেন্দুকে বেইমান-গদ্দার বলে সম্বোধন হামিদুরের। 'বাই রোড এলে ডেডবডি নন্দীগ্রামে পৌঁছে যেত', এমনই হুমকি দিতে শোনা গেল হামিদুলকে। তাঁর কথার পাল্টা জবাব দিলেন বিজেপি নেতা। ভয় থেকেই এমনটা করছেন হামিদুল। এমনটাই জানালেন বিজেপি নেতা সুরজিত মন্ডল। এর আগে হামিদুল রহমানকে দেখা গিয়েছিল ভোটের পরে দেখা নেওয়ার কথা বলতে।