দ্বিতীয় দফা ভোট শুরু হওয়ার আগে আর কিছু সময়ের অপেক্ষা। এই দিনের দিকেই রয়েছে গোটা রাজ্য। নন্দীগ্রামে ভোট রয়েছে এই দিনেই। ভোটের আগে মঙ্গলবার শেষ মুহূর্তের প্রচার চলল সেখানে। মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর পাশাপাশি সেখানে প্রচার করতে দেখা যায় সংযুক্ত মোর্চার প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। বিপরীতে দুই হেভিওয়েট প্রার্থী তাই প্রথম থেকেই জোর কদমে চলেছে তাঁর প্রচার। মঙ্গলবার বিমান বসুকে নিয়ে তিনি প্রচার করেন। তাঁর প্রচারের সময় আচমকাই তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনায় আহত হন ৫ জন সিপিএম কর্মী।