আচমকাই ছুটে এল গুলি, গুলির আঘাতে জখম তৃণমূল কর্মী

আচমকাই ছুটে এল গুলি, গুলির আঘাতে জখম তৃণমূল কর্মী

Published : Apr 21, 2021, 01:22 PM ISTUpdated : Apr 21, 2021, 01:43 PM IST
  • তৃণমূল  কর্মীর উপর দুষ্কৃতী হামলা
  • গুলি করে খুনের চেষ্টার অভিযোগ
  • শিবপুরের শালিমার এলাকার ঘটনা
  • ঘটনায় গুরুতর জখম তৃণমূল কর্মী

গুলি করে এক তৃণমূল কংগ্রেস কর্মীকে খুনের চেষ্টা। মঙ্গলবার রাতে শিবপুরের শালিমারের ৫ নম্বর গেটের কাছে ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ  তৃণমূল কংগ্রেস কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে নারায়না সুপার স্পেশালিস্ট হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বি গার্ডেন থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত এগারোটা নাগাদ স্থানীয় তৃণমূল কর্মী ভোলা রায় (৩৭) রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় দুই থেকে তিন জন দুষ্কৃতী বাইকে চেপে আসে এবং ভোলাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। সূত্রের খবর দুষ্কৃতীরা মোট চার থেকে পাঁচ রাউন্ড গুলি চালায়। ঘটনায় দুটি গুলি লাগে আহত ব্যক্তির। একটি পেটে এবং অন্যটি চোখের কাছে। ঘটনাস্থলেই সে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে। পরে ঘটনাস্থলে ছুটে যায় বি গার্ডেন থানার পুলিশ। ঘটনায চাউর হতেই ওই এলাকার তৃণমূল কর্মীরা দুটি লরি, একটি বাইক, একটি গাড়ি এবং বিজেপির পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এমনকি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। দমকলের দুটি ইঞ্জিন গিয়ে আগুন নেভায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পুরনো শত্রুতার জেরে এই খুনের চেষ্টা। ভোলা রায় ওই এলাকার তৃণমূল কংগ্রেস নেতা ধর্মেন্দ্র সিং এর খুনের মামলার অন্যতম সাক্ষী ছিল। এই হত্যার চেষ্টার পেছনে পুরানো খুনের ঘটনার কোন যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। দুষ্কৃতীদের পরিচয় জানতে পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

03:06'মন্দির-মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিন', Abhishek-এর মন্তব্যের পরই 'দুর্গা অঙ্গন' Mamata-র
03:06'মন্দির-মসজিদ বানাতে হলে রাজনীতি ছেড়ে দিন', অভিষেকের মন্তব্যের পরই দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মমতার
06:06অমিত শাহকে দুঃশাসন আখ্যা মমতার, পাল্টা দিয়ে চরম আক্রমণ শেহজাদ পুনাওয়ালার
06:06অমিত শাহকে দুঃশাসন আখ্যা মমতার, পাল্টা দিয়ে চরম আক্রমণ শেহজাদ পুনাওয়ালার | Amit Shah | Mamata
02:45ভাইপো আসছেন নন্দীগ্রামে, শুনেই যা বলে দিলেন শুভেন্দু! | #shorts | #suvenduadhikari | #bjpvstmc
06:20Amit Shah: বাংলায় বাবরি মসজিদ নির্মাণে বিস্ফোরক অমিত শাহ! ভোটের আগেই চরম কথা শাহ-র
06:15Mamata Banerjee: ‘যতদিন বাঁচব এই শকুনি মামাদের বিরুদ্ধে লড়ব!’ বাঁকুড়ায় গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী
06:45Bangladesh News: প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, শোকস্তব্ধ বিএনপির বর্তমান নেতানেত্রীরা
06:55'ভাইপো'কে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! পরিণামও স্মরণ করিয়ে দিলেন | Suvendu Adhikari | BJP | TMC | News
06:54Suvendu Adhikari : 'ভাইপো'কে বিরাট চ্যালেঞ্জ শুভেন্দুর! পরিণামও স্মরণ করিয়ে দিলেন