আর হাতে গোনা মাত্র কটা দিন তারপরেই শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১। তারই প্রচার চলছে এখন জোর কদমে। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, সব দলই নিজেদের প্রচার চালাচ্ছেন। নির্বাচনে টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। সোমবার তাঁকে দেখা গেল ভোটের প্রচার করতে। প্রচারের মাঝেই হাতে তুলে নিলেন ফুটবল আর নেমে পড়েন মাঠে। মাঠে নেমে জোর কদমে চলে তাঁর ফুটবল খেলা। সবার সঙ্গে মিলে ফুটবল খেলেই ভোটের প্রচার সারলেন।