দল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী, আনন্দে রাস্তায় রসগোল্লা বিলালো তৃণমূল কংগ্রেস, ফাটানো হল বাজি

  • তৃণমূল থেকে বহিষ্কৃত বৈশালী ডালমিয়া
  • বহিষ্কারের খবর আসতেই উৎসব বালিতে 
  • আনন্দোৎসবে মেতে ওঠেন তৃণমূল কর্মীরা
  • রাস্তায় বিলানো হয় রসগোল্লা ও ফাটানো হয় বাজি

দল থেকে বহিষ্কৃত বিধায়ক বৈশালী ডালমিয়া। শুক্রবার দুপুরে এই সিদ্ধান্তের কথা পরিস্কার হয়ে যেতেই বিকেল থেকে উৎসবে মেতে ওঠেন বালির তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সন্ধ্যার সময় বালির রাস্তায় নেমে পড়ে জমায়েত করেন তাঁরা। এরপর বিলানো হতে থাকে হাড়িভর্তি রসগোল্লা। দলীয় কর্মীরা নিজেদের মধ্যে মিষ্টিমুখও সারেন। এমনকী রাস্তা আটকে ফাটানো হয় বাজি। উৎসবে যোগ দেন স্থানীয় তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক কৈলাশ মিশ্র। তিনি জানান, দলে থেকে দলবিরোধী কাজ করে যাচ্ছিলেন বৈশালী। এমনকী তাঁর অভিযোগ, দলনেত্রীর কোনও নির্দেশ শিরোধার্য না করে নানা ধরনের বিতর্কিত মন্তব্য করে দলের কর্মীদের মধ্যে একটা বিরূপ মনোভাব তৈরি করেছিলেন বৈশালী। কৈলাশের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরেই নিজেরে বিধানসভা এলাকায় সময় দিতেন না বৈশালী। সম্প্রতি দলের নেত্রীর অবস্থানকে চ্যালেঞ্জ করেই বৈশালী নরেন্দ্র মোদী-কে আপন বলে দাবি করছিলেন। এমন অভিযোগ করেন কৈলাশ। তাঁর মতে, বৈশালী আসলে বিজেপি-তে যোগ দেবেন। তাই নাটক করছিলেন। আসন্ন বিধানসভা নির্বাচনে বৈশালী বালি থেকে প্রার্থী হলে তাঁকে গো-হারানোর শপথ নিয়েছেন বলেও জানান কৈলাশ। 

05:02‘তৃণমূল বাংলাদেশীদের সুবিধা করে দিচ্ছে’ বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের09:45'আমাদের আনুন আমরা ৩ লাখের ঘর ও ৩ হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার দেবো' বার্তা শুভেন্দুর03:16ভরসন্ধ্যায় এ কী হয়ে গেল নদীয়ার শান্তিপুরে! দেখলে আপনিও আঁতকে উঠবেন04:49‘হিন্দুদের কষ্টের সময় মমতার চোখে ন্যাবা হয়ে যায়’ মমতাকে চরম তুলোধোনা দিলীপের07:40‘মমতার সরকার আমাদের সবকিছু দখল করবে’ বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর, দেখুন03:25তৃণমূলের মাফিয়ার কাজ করে মাসে এক কোটি কামায় পুলিশের IC, বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর05:50অডিও বার্তায় খুনের হুমকি তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে, আতঙ্কে ঘুম উড়েছে ওই পঞ্চায়েত প্রধানের02:09‘আমি মনে করি ফিরহাদ হাকিম একজন দেশদ্রোহী’ বিস্ফোরক মন্তব্য সত্যেন রায়ের02:52পুলিশের তৎপরতায় নাবালক উদ্ধার! হাঁফ ছেড়ে বাঁচলো পরিবার, চাঞ্চল্য কানিং-এ09:45'হিন্দুদের মধ্যেই ভেদাভেদের কারণে হিন্দু আজ সঙ্কটে' মন্তব্য শুভেন্দু অধিকারীর