নির্ভয়ে নিজের ভোট নিজে দিন। সাইকেল ব়্যালি করেই ভোট দেওয়ার ডাক। সাইকেল চালিয়ে এই প্রচার করলেন খোদ বিডিও। বাওয়ালি রাজবাড়ি থেকে শুরু হয় ব়্যালি। ব়্যালি শেষ হয় নোদাখালি মোড়ে। 'গো গ্রিন' এটাই ছিল ব়্যালির থিম। পরিবেশকে দূষণ মুক্ত করতেই এই থিম। আর সেই কারণেই পরিবেশ বান্ধব যান সাইকেলেই হল ব়্যালি। স্কুল পড়ুয়াদের নিয়ে চলে এই সাইকেল ব়্যালি। ভবিষ্য়ত প্রজন্মকে উৎসাহিত করতেই এই উদ্যোগ। দীর্ঘদিন ধরেই চলছিল এই পরিকল্পনা। প্রশাসনের এই উদ্যোগে সাধারণ মানুষদেরও পাশে পেয়েছেন তারা।