১ এপ্রিল নন্দীগ্রামে হাইভোল্টেজ লড়াই। দ্বিতীয় দফার ভোটে মুখোমুখি মমতা-শুভেন্দু। নন্দীগ্রামে ৩০ মার্চ মমতা করলেন রোড শো। ভাঙাবেড়া থেকে সোনাচূড়া পর্যন্ত রোড শো। রেয়াপাড়ায় রোড শো অমিত শাহ-র। শুভেন্দু অধিকারীর সমর্থনে রোড শো করেন। পরে সাংবাদিক সম্মেলন করেন অমিত শাহ। শুভেন্দুকে জয়ী করার জন্য আবেদন রাখেন। হার না মানা লড়াইয়েটর অঙ্গিকার মমতার। সোনাচূড়া-র জনসভা থেকে বিজেপি-কে নিশানা।