বাড়ি বাড়ি গিয়ে লেখানো হচ্ছ ভোটের মুচলেকা। তৃণমূলের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছে বিজেপি। অভিযোগ উঠেছে অশোক মাইতির বিরুদ্ধে। হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি। তিনি নাকি বাড়ি বাড়ি যাচ্ছেন। বাড়ি গিয়ে কোন প্রকল্প পেয়েছে তাতে টিক চিহ্ন দিয়ে নিচ্ছেন। সেই সঙ্গে বাড়ির লোকের কাছ থেকে সই করিয়েও নিচ্ছেন। তৃণমূলের বিরুদ্ধে এমনটাই অভিযোগ তুলেছে বিজেপি। ভোটের আগে এই কর্মসূচি নিয়ে তীব্র নিন্দা করেছেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহ সভাপতি তপন কুমার বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, রিপোর্ট তৈরির নামে মানুষের কাছে চাপ সৃষ্টি করছে তৃণমূল। ভোটের আগে এই কর্মসূচি মানুষ মেনে নেবে না, বিধানসভা ভোটে মানুষ এর জবাব দেবে।