দ্বিতীয় দফা নির্বাচনের আগে মঙ্গলবার সারাদিন জেলায় জেলায় চলল প্রচার। সেই প্রচারেই গিয়েছিলেন বিজেপি প্রার্থী অশোক দিন্দা। আচমকাই তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা শুরু হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোঁড়া হয় বলেও অভিযোগ ওঠে। গাড়ির কাঁচও ভেঙে যায়। পরে সেখান থেকে পালিয়ে বাঁচে তারা। হামলায় গুরুতর জখম হন অশোক দিন্দা। ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। এই অভিযোগ অবশ্য মানতে নারাজ তৃণমূল।