উত্তর 24 পরগনা জেলার ব্যারাকপুর মহাকুমার কামারহাটি বিধানসভার অন্তর্গত কামারহাটি পৌরসভার 10 নম্বর ওয়ার্ডের হরিচরণ চ্যাটার্জী পাড়ার ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রী রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁরই প্রচারে ফ্লেক্স লাগানো হয়েছিল সেখানে। সেই ফ্লেক্সেই বিজেপি নেতার মুখের উপর লাগিয়ে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টিকার। এই ঘটনায় অভিযোগ উঠেছে তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও এই ঘটনা নিয়ে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।