দোকানে দোকানে গিয়ে মানুষের কাছে ভোটের প্রচার করলেন উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল। সোমবার রাতে ইসলামপুর শহরের পৌর বাস টার্মিনাল সংলগ্ন এলাকায় দোকানে দোকানে গিয়ে কয়েকজন দলীয় সমর্থক নিয়ে এবার - 'একবার লাস্ট চান্স দিন' এই বলে ভোট চাইতে দেখা গেল তাঁকে। বিগত দুবারের বিধানসভা ভোটে তিন নম্বর স্থান পাওয়া বিজেপি প্রার্থী সৌম্যরূপ মন্ডল। প্রার্থী নিয়ে দলীয় কর্মীদের মধ্যে ক্ষোভ থাকায় এদিন তাঁর প্রচারে তেমনভাবে দেখা যায়নি বিজেপি কার্যকর্তা থেকে কর্মীদের। হাতে গোনা চার-পাঁচ জন কর্মী নিয়েই প্রচার সারতে হল তাঁকে। অন্যদিকে প্রার্থী বদলের দাবিতে বিক্ষোভ দেখান সেখানকার বিজেপি কর্মীরা। রাস্তার মাঝে টায়ার জ্বেলে সেখানে চলে প্রতিবাদ।