বিধানসভা নির্বাচনে এই রাজ্যে প্রচারের অন্যতম স্লোগান 'খেলা হবে '। সেই খেলাই দেখালেন এবার বিজেপি প্রার্থী। স্লোগান তৃণমূলের হলেও খেলা করে দেখালেন বিজেপি প্রার্থী। ২২ এপ্রিল রায়গঞ্জ আসনে নির্বাচন। ভোটারদের মন জয় করতে যুযুধান রাজনৈতিক দলগুলি। প্রচারে বেরিয়ে এবার ক্রিকেট খেললেন খোদ প্রার্থী। রায়গঞ্জ আসনের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যানী। ভোটের প্রচারে বেরিয়ে তাঁকেই দেখা গেল ছোটদের সঙ্গে ক্রিকেট খেলতে।