নির্বাচন শুরু বেশ কিছু দিন আগে থেকে তৃণমূল কর্মী-সমর্থক থেকে শুরু করে খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা যাচ্ছিল খেলা হবে। নির্বাচনে খেলা হওয়ার বার্তা দিচ্ছিল তৃণমূল। সেই খেলা হবে নিয়ে তৈরি হয়েছে গানও। যা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে। এবার তারই পাল্টা জবাব দিল বিজেপি। খেলা শেষ হবে, ব়্যাপ করে এমনই বার্তা দিতে শোনা গেল বিজেপিকে। ইটের জবাব তারা নাকি পাটকেল দিয়ে দিচ্ছে, এমনটাও বলা রয়েছে এই গানে।