রঙের উৎসবে মেতে উঠেছে গোটা দেশ। ভোটের মাঝেই এবার রঙদোল। সেই রঙদোলেই মেতেছে বাংলাও। দোলের রঙ লেগেছে রাজনীতিতেও। রাজনৈতিক নেতারাও মেতেছেন হোলিত। রঙ নয় ফুল দিয়ে খেলা হল এবার হোলি। উত্তর হাওড়ায় দেখা গেল এমনই ছবি। রঙবেরঙের ফুল নিয়ে হলি খেলতে দেখা গেল বিজেপি নেতাদের। মুখে অবশ্য তাদের আবিরও দেখা গেল বটে, তবে ফুলের রঙে রাঙা হলেন তারা। সেখানে উপস্থিত ছিলেন উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী উমেশ রাই। তিনি জানান করোনা সংক্রমণে কথা মাথায় রেখে তিনি সাধারণ মানুষকে আবেদন করছে এ বছর দোল উৎসবে যাতে তারা বিধি মেনে চলেন। সেই একই কারণে রং ও আবির এর পরিবর্তে ফুল দিয়ে হোলি উৎসব পালন করলেন তারা ।