চতুর্থ দফা নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু হয়েছে ৫ জনের। সেই নিয়েই এখন উত্তপ্ত রাজনৈতিক মহল। নেতা মন্ত্রী থেকে সাধারণ মানুষের মধ্যে উঠেছে নিন্দার ঝড়। এবার সেই কোচবিহারের ঘটনা নিয়ে বিস্ফোরক মমতা। ঘটনার তীব্র নিন্দা করলেন তিনি। সবটাই পরিকল্পনা করে করা হয়েছে, এমনটাই বলতে শোনা গেল মমতা বন্দোপাধ্যায়কে। সেই সঙ্গেই রাজ্য থেকে মোদীকে সরানোর কথাও বললেন তিনি।