রাজ্যে শিল্প আনতে পারে কেবল নরেন্দ্র মোদী, সেটাই বুঝে গিয়েছে সাধারণ মানুষ। শাসকদলকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন লকেট চট্টোপাধ্যায়। সিঙ্গুরের সঙ্গে বঞ্চনা হয়েছে, অভিযোগ লকেটের। সিঙ্গুরের সঙ্গে দ্বিচারিত হয়েছে, বলছেন লকেট। নিজের আখের গোছাতে সিঙ্গুরকে ব্যবহার, মমতা-র দিকে আঙুল তুললেন লকেট। সিঙ্গুরের মানুষ এবার বিজেপি-র সঙ্গে, দাবি লকেটের। হুগলির সব আসনেও এবার বিজেপি- বিজেপির জয় নিয়ে আশাবাদী লকেট চট্টোপাধ্যায়।