ইসলামপুরে বিজেপির প্রার্থী সৌম্যরূপ মন্ডল। তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকে উত্তপ্ত দাড়িভিট। প্রার্থী হিসেবে তাঁকে মানতে নারাজ বিজেপি কর্মীরা। বিজেপি কার্যালয় ভাঙচুর করে চলে সেখানে প্রতিবাদ। সেই দাড়িভিটেই যাওয়ার কথা রয়েছে দেবশ্রী চৌধুরীর। নিহত তাপস বর্মনের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। ২০২০ সালে শিক্ষকের দাবিতে আন্দোলন হয়েছিল সেখানে। সেই আন্দোলনের সময়েই মৃত্যু হয় তাপস ও রাজেশের। তাদের সমাধিস্থলেও যাওয়ার কথা রয়েছে তাঁর। তাপস বর্মনের মা অবশ্য তাঁর সঙ্গে দেখা করতে নারাজ। দেবশ্রী চৌধুরীকে আটকাতেই সেখানে চলছে এখন প্রস্তুতি। দাড়িভিটেতে তাঁকে কোনও মতেই ঢুকতে দেওয়া যাবে না। এমনটাই জানাচ্ছেন সেখানকার বিজেপি কর্মী-সমর্থকরা।