পুলিশের সামনেই বোমাবাজি, সংঘর্ষ। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ। অভিযোগ তুলে সরব নাড়ুগোপাল মুখোপাধ্যায়। বহরমপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তাঁর। শহরের ৮ নম্বর ওয়ার্ডের কান্তনগর এলাকার ২৮,২৯নম্বর বুথ সংলগ্ন এলাকায় বোমাবাজির জেরে পুলিশি নিষ্ক্রিয়তার ও কেন্দ্রীয় বাহিনীর গাফিলতির অভিযোগ তুলে সরব হন তিনি। কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে পুলিশ হাত মিলিয়েছে। এমনটাই দাবি তুলেই চলে বিক্ষোভ।