নন্দীগ্রামের নির্বাচনের আগে অডিও বার্তা দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। এই অডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। 'বামফ্রন্টের আমলে সোনা দিয়ে মোড়া ছিল বাংলা', আধো আধো গলায় এমনটাই জানালেন বুদ্ধদেব। শরীরিক অসুস্থতা স্পষ্ট তাঁর কথায়। সেই অসুস্থতা নিয়েও মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা। তৃণমূল সরকারকে বিঁধতেও ছাড়লেন না তিনি। জানালেন, রাজ্যে এক ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বাংলা শিল্পের কোনও উন্নয়নই হয়নি, এমনটাই জানালেন তিনি। বাংলাকে বিপদ থেকে রক্ষা করার আবেদন তাঁর। বললেন, গণতন্ত্র
ফিরিয়ে বাঁচান বাংলাকে।