টালিগঞ্জে তৃণমূল কংগ্রেসের প্রচারে জয়া বচ্চন। অরূপ বিশ্বাসের হয়ে প্রচারে নামলেন জয়া। দিনভর অরূপ বিশ্বাসের হয়ে প্রচার। জয়ার মুখে তাঁর বাঙালিত্বের কথা। বাংলাকে বাঁচাতে ভোটদানের ডাক জয়ার। অরূপ বিশ্বাস বলেন 'জয় হবে, তা নিশ্চিত'। নাকতলা থেকে গড়িয়া মিতালী সংঘ পর্যন্ত হুডখোলা গাড়িতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অরূপ বিশ্বাসের হয়ে প্রচার সারলেন মুম্বাইয়ের বিখ্যাত অভিনেত্রী তথা অমিতাভ বচ্চনের স্ত্রী জয়া বচ্চন।