ক্ষোভে ফুঁসছে নন্দীগ্রামের মানুষ। ভোটের বাজারে জানালেন প্রলয় পাল। সেখানে চলছে দুর্নীতি এবং সন্ত্রাস। সেখানে তেমনভাবে কোনও উন্নয়নই এখনও হয়নি। এমনটাই অভিযোগ তাঁর। সেই দুর্নীতির বিরুদ্ধেই লড়াই সেখানকার মানুষের। গণতন্ত্র ফিরে পেতে এবং উন্নয়নের জন্যই লড়াই চলছে এখন সেখানে। ভোটের জন্যই এখন অপেক্ষায় সেখানকার মানুষ। সঠিক মানুষকে বেছে নেওয়ার অপেক্ষা করছে এখন তারা।