চারপাশ জঙ্গলে মোরা একটা গ্রাম, লালগড়। একসময় সেখানেই মাওবাদের রাজত্ব ছিল। সেই ভয়েই প্রতিটা মুহূর্ত কাটত সেখানকার মানুষদের। এখন সেই ভয় কাটলেও সেখানে উন্নয়ন প্রায় নেই বললেই চলে। দারিদ্রতার মধ্যেই দিন কাটান সেখানকার মানুষরা। আগের থেকে কিছুটা উন্নত হলেও। অধিকাংশ পরিবারের রোজগার সামান্য। অভাব অনটনের মধ্যে দিয়েই সেখানকার মানুষদের দিন কাটে সেখানে। সেই রক্তে রাঙা লালগড়ে আজ ক্ষোভের আগুন জ্বলছে।