২২ এপ্রিল জেলায় জেলায় চলে ষষ্ঠ দফা নির্বাচন। আর মাত্র দু'দফার নির্বাচন বাকি রয়েছে রাজ্যে। এর আগে ৫ দফা নির্বাচনেই একাধিক জায়গায় দেখা গিয়েছে অশান্তির ছবি। ষষ্ঠ দফায় তেমন বড় অশান্তির খবর না থাকলেও একাধিক জায়গায় ছোট ছোট অশান্তি দেখা যাচ্ছে। এই ষষ্ঠ দফা নির্বাচনেই ভোট দিলেন কংগ্রেস নেত্রী দীপা দাস মুন্সী। সকালে সকাল কালিয়াগঞ্জের শেট কলোনী এলাকার ৮০ নম্বর বুথে ভোট দিতে যান তিনি। সেখানে ভোট সেরে তিনি জানান শান্তিপূর্ণ ভোটের কামনা করছেন তিনি। এছাড়াও তাঁর দলের জয় নিয়ে তিনি যে আশাবাদী সেই কথাও তিনি জানান।