দ্বিতীয় দফায় ৩০ টি বিধানসভা কেন্দ্রে ভোট ছিল। সেই নিয়েই একাধিক তথ্য তুলে ধরলেন ডেরেক ও'ব্রায়েন। ভোটারদের ভয় দেখানোর অভিযোগ করলেন তিনি। খারাপ ভোট যন্ত্রের কথাও বলতে শোনা গেল তাঁকে। নন্দীগ্রামে তৃণমূলেরই জয় হবে, জানালেন তিনি। অমিত শাহ -কে কটাক্ষ করতেও ছাড়লেন না তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জিতবেন। আত্মবিশ্বাসের সঙ্গে জানালেন তিনি।