দফায় দফায় চলছে তৃণমূলের প্রচার। দেব থেকে নুসরত-মিমি সবাইকেই দেখাযাচ্ছে প্রচারে। সোমবার করণদিঘীতে তৃণমূলের প্রচার করলেন নুসরত। গৌতম পালের সমর্থনে সেখানে প্রচার করেন তিনি। অন্যদিকে দিনহাটায় প্রচারে দেখা গেল দেব -কে। বিনয় কৃষ্ণ বর্মনের সমর্থনে প্রচার করেন তিনি।