তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মঙ্গলবার বান্দোয়ানের বিজেপি প্রার্থী পারসি মুর্মুর হয়ে প্রচার করার সময় দিলীপ বলেন, 'দিদি যে পায়ে চোট পেয়েছিলেন, সেই পায়ের প্লাস্টার কাটা হয়ে গেল। কিন্তু আবার ব্যান্ডেজ বাধা হয়ে গেল। প্রতিটা জায়গায় গিয়ে দিদি এখন পা তুলে-তুলে সবাইকে দেখাচ্ছে। দিদির একটা পা ঢাকা, আর একটা খোলা। এমন শাড়ি কাউকে কখনও পরতে দেখিনি। যদি পা বাইরে বের করেই রাখতে হয়, তাহলে শাড়ি কেন, বারমুডা পরতে পারেন। তাহলে পরিষ্কার পা'টা দেখা যায়।' দিলীপ আরও বলেন দিদির দুয়ারে সরকার এখন ঠেলা গাড়ির সরকার, হুইল চেয়ারের সরকার হয়ে গেল। নাটক করছেন দিদি। এমন মেয়েকে আর রাখা যায় না।