করোনা আবহে করোনা বিধি মেনেই চলছে নির্বাচন প্রক্রিয়া প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে রাখা হচ্ছে বিশেষ ব্যবস্থাও। গ্লাবস, স্যানিটাইজার এবং মাস্কের ব্যবস্থা রাখা হচ্ছে প্রতিটি বুথে। ষষ্ঠ দথা নির্বাচনের আগেও দেখা গেল তেমনই ছবি। ২২ এপ্রিল নির্বাচন রয়েছে উত্তর দিনাজপুরে। তার আগে সেখানে এখন চলছে প্রস্তুতি। করোনার কথা মাথায় রেখে সেখানে চলছে স্যানিটাইজেশনের কাজ।