পঞ্চম দফা নির্বাচনের আগে জেলায় জেলায় চলছে শেষ মুহূর্তের প্রচার। বিজেপি, তৃণমূল থেকে শুরু করে বাদ যায়নি সিপিএম এবং কংগ্রেসও। সেই প্রচারেই আবারও দেখা গেল বিমান বসুকে। কামারহাটি বিধানসভার সংযুক্ত মোর্চার প্রার্থী সায়নদীপ মিত্র। তারই সমর্থনে প্রচার করলেন বিমান বসু। বুধবার রথতলা মোড় থেকে শুরু হয় প্রচার। কামারহাটি অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলে প্রচার করেন তিনি।