রাজ্যে ইতিমধ্যেই চার দফা নির্বাচন হয়ে গিয়েছে। প্রথম চার দফাতেই অশান্তির ছবি দেখা গিয়েছে জেলায় জেলায়। ইভিএম বিভ্রটের ছবিও দেখা গিয়েছে একাধিক জায়গায়। পঞ্চম দফা নির্বাচনেও বদলাল না ছবি। ফের ইভিএম বিভ্রাটের অভিযোগ। ইভিএম খারাপ থাকার কারণে দেওয়া হল না ভোট, এমনটাই জানালেন বিজেপি প্রার্থী শঙ্কর চট্টোপাধ্যায়। বারাসাত বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনি। ইভিএম খারাপ থাকার কারণে দেওয়া হয়নি তাঁর ভোট। পরে তিনি আবারও ভোট দিতে যাবেন বলে জানিয়েছেন।