মঙ্গলবার রাজ্যে ছিল তৃতীয় দফা নির্বাচন। জেলায় জেলায় ছিল ব্যস্ততা তুঙ্গে। তারই মাঝে এক অবাক করা কান্ড। তৃণমূল নেতার বাড়ি থেকে মিলল ইভিএম। সেখান থেকে মোট ৩টি ইভিএম উদ্ধার হয়। ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া উত্তরে। গৌতম ঘোষ নামের ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ইভিএম। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। কি ভবে ইভিএম তাঁর বাড়িতে এসেছে তা জানেন না গৌতম বাবু এমনটাই জানাচ্ছেন তিনি। তবে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।