বিস্ফোরক অভিজিৎ আচার্য। কাটমানি নিয়ে তৃণমূলকে বিঁধলেন তৃণমূল ত্যাগি। 'কাটমানি নয় ডাকাতি করছে তৃণমূল নেতারা'। অনেক বলেও কোনও কাজ হয়নি, এমন অভিযোগই করতে শোনা গেল তাঁকে। মোদী সরকার না আসলে দেশের উন্নয়ন হবে না। সাফ জানিয়ে দিলেন অভিজিৎ। তিনি এও জানালেন ১০ বছরে নতুন করে কোনও উন্নয়নই হয়নি। 'আসানসোলে বিজেপির জয় নিশ্চিত'। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানালেন সেই কথাই।