রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। ইতিমধ্যেই প্রথম দফা নির্বাচন হয়ে গিয়েছে। দ্বিতীয় দফা নির্বাচনের আগে জোর কদমে রাজ্যে চলছে প্রস্তুতি। অমিত শাহ এখন আপাতত নির্বাচন নিয়েই ব্যস্ত। অন্যদিকে মঙ্গলবার তাঁর স্ত্রী ও পুত্রবধূকে দেখা গেল কালীঘাটের মন্দিরা পুজো দিতে। সেখানে গিয়ে পুজো দিয়ে পরে তাঁরা দক্ষিণেশ্বরেও যান বলেও জানা গিয়েছে। তাঁর কাছে পুজো দেওয়ার কারণ জানতে চাওয়া হলে তিনি অবশ্য কিছুই জানাননি।