বেলগাছিয়াতে অর্জুন সিং-এর সভার চলল গুলি, ঘটনার ভাইরাল ভিডিও-তে তোলপাড় নেটদুনিয়া

বেলগাছিয়াতে অর্জুন সিং-এর সভার চলল গুলি, ঘটনার ভাইরাল ভিডিও-তে তোলপাড় নেটদুনিয়া

Published : Apr 23, 2021, 09:05 PM IST

শেষ পর্যায়ে বাংলার বিধানসভা নির্বাচন। আর এমনই সময়ে ফের গুলি চালনার ঘটনা। এবার খোদ কলকাতার বুকে চলল গুলি। তাও আবার বিজেপি সাংসদ অর্জুন সিং-এর সভায় এই গুলি চালনার ঘটনা। জানা গিয়েছে অর্জুন সিং-এর নিরাপত্তারক্ষী ধুন্ধুমার পরিস্থিতি থেকে সাংসদকে বাঁচাতে শূন্যে গুলি চালিয়েছিলেন। 

অর্জুন সিং-এর সভায় চলল গুলি। আর তাই নিয়ে তোলা ভিডিও এখন নেটদুনিয়া তোলপাড় করছে। যদিও, এই গুলি চালানোর ঘটনায় কেউ হতাহত হনিন। এমনি কয়েক জনের ছোটখাটো চোট-আঘাত রয়েছে। তবে সেচা গুলির আঘাতে নয়, ঘটনার সময় হুড়োহুড়ি এবং দুই গোষ্ঠীর মধ্যে হওয়া সংঘর্ষের জেরে। জানা গিয়েছে, কলকাতার বেলগাছিয়ায় শুক্রবার বিকেলে সভা করছিলেন অর্জুন সিং। সে সময় সেখানে কিছু মানুষ তাঁকে ঘিরে ধরে বিজেপি বিরোধী স্লোগান দিতে থাকে। এই নিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের সঙ্গে স্লোগান দিতে থাকা মানুষদের বচসা ও হাতাহাতি হয়। কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি পুলিশের প্রায় হাতের বাইরে চলে যায়। অর্জুন সিং-কে লক্ষ্য করে ইট ছুঁড়তে থাকে বহিরাগতরা। বিজেপি কর্মী ও সমর্থকরাও পাল্টা প্রতিরোধ করে। পুলিশ ধুন্ধুমার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ করে। এমন সময়ই শূন্যে গুলি চালাতে থাকে অর্জুন সিং-এর দেহরক্ষীরা। মোট ছয় রাউন্ড গুলি চালায় তারা। পরে জানানো হয়, অর্জুন সিং-কে হামলাকারীদের হাত থেকে রক্ষা করে গাড়ি তুলতেই গুলি চালানো হয়েছিল। ইতিমধ্যে গুলির আওয়াজে এলাকা জুড়ে আতঙ্ক ছড়ায়। পুলিশ কড়া হাতেই পরিস্থিতিকে নিয়ন্ত্রণ আনে।  বিজেপি-র অভিযোগ আক্রমণকারী সকলে তৃণমূলের সংখ্যালঘু সেলের লোক। যদিও, তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। 

04:52Adhir Ranjan Chowdhury: ‘বিজেপির সঙ্গে সংঘাতে যেতে চান না মমতা!’ শাসকের আসল উদ্দেশ্য ফাঁস করলেন অধীর
04:47নন্দীগ্রামে SIR-এর কাজে কি সন্তুষ্ট কমিশন? খতিয়ে দেখলেন পর্যবেক্ষক নীলম মিনা
09:35Purba Medinipur: এক ঘণ্টায় বিজেপিকে ‘সাফ’ করার হুমকি তৃণমূল নেতাদের! পাল্টা দিয়ে চরম কটাক্ষ বিজেপির
06:39'এখন সুতো গোটাচ্ছে, যতদিন যাবে যন্ত্রণা বাড়বে' কাদেরকে ঠুকলেন শুভেন্দু?
09:06Suvendu Adhikari: ওয়াকফ বিল নিয়ে মমতাকে বিস্ফোরক আক্রমণ শুভেন্দুর! দেখুন কী বলছেন তিনি
10:55'এবার থেকে যেখানে যাবেন বন্দে মাতরম বাজান হবে' মমতাকে চরম বার্তা শুভেন্দুর
04:02West Bengal SIR News: ভারতীয় বাবার ‘অচেনা বাংলাদেশি ছেলে’! SIR হতেই সব কাণ্ড ফাঁস
06:52হুমায়ুনের বাবরি মসজিদ, গীতাপাঠের মঞ্চে মমতার অনুপস্থিতি! ধুয়ে দিলেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল
03:57কেন যান নি গীতাপাঠের অনুষ্ঠানে? দেখুন কী বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
09:29Suvendu Adhikari: বঙ্কিমদা বলায় মোদীকে তুলোধনা তৃণমূলের, পাল্টা দিয়ে চরম আক্রমণ শুভেন্দুর