বিজেপির প্রার্থী তালিকায় নাম ছিল না বিশ্বজিৎ লাহিড়ীর। তাই নিয়েই অসন্তোষ প্রকাশ করতে শোনা যায় তাঁকে। এই নিয়েই অন্যএক বিজেপি নেতার সঙ্গে তাঁর কথাও হয়। সেই অডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। এবার সেই তাঁকেই দেখা গেল বিজেপি পার্টি অফিসে। দ্বিধা দ্বন্দ্ব ভুলে বিজেপির পাশেই রয়েছেন বিশ্বজিত। সেই কথা স্পষ্টই বোঝা গেল তাঁর কথায়। বিজেপির জয়লাভই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। সেই মতই চলছে তাঁদের পরিকল্পনা। এমনটাই সাফ জানিয়েদিলেন তিনি।