সামনেই বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তার প্রস্তুতি। এই বিধানসভা নির্বাচন নিয়েই আশঙ্কা প্রকাশ রাজ্যপালের। বছরের প্রথম দিনেই পুরুলিয়ায় দেখা গিয়েছিল তাঁকে। সস্ত্রীক তিনি সেখানে গিয়েছিলেন। সেখান থেকেই রাজ্যের পরিস্থিতি কথা তুলে ধরলেন। জানালেন রক্তাক্ত হতে পারে এবারের নির্বাচন। পুলিশদের উদ্দেশে একাধিক কথা বলতেও শোনা গেল তাঁকে। পুলিশদের আইনের পক্ষে কাজ করার আহ্বান জানালেন। সেই সঙ্গেই তৃণমূলকেও বিঁধতে ছাড়লেন না তিনি।