হলদিয়াতে ভোটের আগেই বিজয় উৎসব করল তৃণমূল। সবকটি আসনে জয়লাভ করবে ভেবে নিয়েই এমন বিজয় উৎসব।হলদিয়ার সিটিসেন্টার থেকে পুরসভার কাছে কদমতলা পর্যন্ত রেলি করা হয় যেমন যেমন বিজয় উৎসবে মেতে ওঠে কর্মীরা একই ভাবে সবুজ রঙের আবীর মেখে নাচাগানার মাধ্যমে বিজয় উৎসব পালন করা হয়।কি থেকে এমন আয়োজন ?প্রশ্নে আয়োজক রা বলেন সম্পূর্ণ আত্ম বিশ্বাস থেকে এমন আয়োজন।এমন দেখে রাজনৈতিক মহলে চর্চার ঝড় উঠেছে।কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি।