২০২১ বিধানসভা নির্বাচনে বিশেষ নজর রয়েছে নন্দীগ্রামে। গোটা বাংলার নজর রয়েছে সেই দিকেই। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াই সেখানে। একদিকে মমতা অন্যদিকে তাঁর বিপরীতে শুভেন্দু। এই আসনকে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এই আসনের উপরেই নাকি মমতা বন্দ্যোপধ্যায়ের রাজনৈতিক কেরিয়ার নির্ভর করছে। আজ সারাদিন সেই দিকেই নজর থাকবে সকলের। জোড় লড়াই চলছে সখানে, হাড্ডা-হাড্ডি লড়াই। গণনায় কখনও শুভেন্দুকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন মমতা। কখনও আবার মমতাকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু। ট্রেন্ডে দেখা যাচ্ছে এখনও সেখানে এগিয়ে শুভেন্দু অধিকারী। সকাল ৯টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী প্রায় ১৪৯৭ ভোটে এগিয়ে শুভেন্দু।