মুখোমুখি হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। সদ্য সিপিএম ছেড়ে বিজেপি-তে যোগ দিয়োছোন তাপসী। সেই পুরনো দল সিপিএম-কে তোপ তাপসীর। ২০১৬ বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছিলেন তিনি। সেই সময় তিনি বাম-কংগ্রেস জোটের প্রার্থী হয়েছিলেন। এবার হলদিয়ায় তিনি বিজেপি-র প্রার্থী হয়েছেন। তাঁর কথায় বাদ গেলনা তৃণমূলও। হলদিয়া শিল্পাঞ্চলের অনুন্নয়নে তৃণমূলকে তোপ। তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ে তোপ তৃণমূলকে।