গোরুর গাড়ি নিয়ে সাতসকালেই ভোট প্রচারে জাভেদ খান। কসবা এলাকায় তিনি এই ভোটপ্রচার সারেন। তাঁর দাবি মোদী সরকার দেশের হাল যা করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এমনভাবে প্রচার।
গোরুর গাড়িতে চেপে প্রার্থী। সাতসকালে এমন ছবি দেখে হতবাক সকলে। চমক অবশ্য আরও। কারণ, ঢাক বাজাতে বাজাতে এগিয়ে চলেছে ঢাকির দল। সবুজ-সাদা সব বেলুন নিয়ে চলেছেন অনেকে। বলতে গেলে এক বর্ণাঢ্য শোভাযাত্রা। স্বাভাবিকভাবেই এমন এক বর্ণাঢ্য শোভাযাত্রায় যিনি মধ্যমণি তিনি তো আকর্ষণেই থাকবেন। কিন্তু অবাককাণ্ড, কারণ, এই শোভাযাত্রার যিনি মূল আকর্ষণ, সেই জাভেদ খান গোরুর গাড়িতে সওয়ারি হয়েছেন। তৃণমূল কংগ্রেসের ভোট প্রার্থীকে এমনভাবে গোরুর গাড়িতে দেখে অবাক-ই হয়েছেন কসবা বিধানসভা এলাকার মানুষ। তা হঠাৎ করে সাতসকালে গোরুর গাড়িতে চড়ে এলাকায় কেন প্রার্থী? প্রশ্ন উঠতে বাধ্য। আর সেই প্রশ্নও উঠেছে। জাভেদ খান-এর দাবি, পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধি হতে হতে কোথায় গিয়ে ঠেকেছে জ্বালানির দাম- সেটা দেখুন। তাঁর আরও প্রশ্ন জ্বালানির এমন দামবৃদ্ধিতে হেঁসেলেও চাপ। কারণ এলপিজি সিলিন্ডারের দামেও বিশাল বৃদ্ধি। তো যে দেশে এমনভাবে বেড়েছে চলেছে তেলের দাম সেখানে গোরুর গাড়ি চড়া ছাড়া কি আর উপায় রয়েছে! পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন জাভেদ খান। তাঁর আরও অভিযোগ, দেশের অর্থনীতির দফারফা করে দিয়েছেন নরেন্দ্র মোদী এবং তাঁর সরকার। তাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১-এ ভোট চাইতে প্রতিবাদের রাস্তা বেছে নিয়েছেন তিনি। আর সেই কারণেই ঢাক-ঢোল পিটিয়ে তাঁর এই গোরুর গাড়ি সফর।