ভোটের আগে এখন রাজ্য যেন তেতে রয়েছে। প্রতিনিয়ত আসছে খুনের খবর। ভোট বাজারে ঝাড়গ্রামের কি ভাবছে ঝাড়গ্রামের মানুষ। কেমনই বা আছেন তারা। অন্যান্য সব জায়গার মতই সেখানেও কর্মসংস্থানের হাহাকার রয়েছে মানুষের মধ্যে। ঝাড়গ্রামের শহরের দিকে দিকে পড়েছে পোস্টার। ডিওয়াইএফ কর্মীর মৃত্যুর প্রতিবাদে পোস্টার পড়েছে সেখানে। চলছে তারই প্রতিবাদ। ভোটের হাওয়ায় রীতিমতো তেতে রয়েছে ঝাড়গ্রাম।