কৃষ্ণনগর থেকে তৃণমূল প্রার্থী হয়েছেন কৌশানি মুখোপাধ্যায়। ইতিমধ্যেই তিনি সেখানে জোরকদমে শুরু করে দিয়েছেন তাঁর প্রচার। সেই সঙ্গেই মানুষের মনও যে জয় করে নিয়েছেন কৌশানী। রাস্তায় রাস্তায় ঘুরে প্রচার করছেন তিনি। আর সেখানেই তাঁর বিপরীতে বিজেপি থেকে প্রার্থী হয়েছেন মুকুল রায়। রাজনীতিতে মুকুল রায় একজন অভিজ্ঞ বলাই যায়। তাঁকেই এবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন কৌশানি মুখোপাধ্যায়।