রায়গঞ্জে এবার বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রিঙ্কুদা নামেই তিনি এলাকায় বেশি পরিচিত। কৃষ্ণ কল্যাণী এলাকার একজন শিল্পপতি। উত্তরবঙ্গ জুড়ে রয়েছে তাঁর ব্যবসা। এমনকী, বিদেশেও মাল পাঠান তিনি। কৃষি নির্ভর শিল্পতে রায়গঞ্জের উন্নয়নের পরিকল্পনা। এই বার্তাই সাধারণের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন কৃষ্ণ। শুধু কথায়ই নয় কাজে রীতিমতন করে দেখাচ্ছেন তিনি। সম্প্রতি নিজের হাতে জমিতে ভিটামিন স্প্রে করতে দেখা গিয়েছে তাঁকে।