হুগলীর ধনিয়াখালি বিডিও অফিসে অভিযোগ জানাতে গিয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। সেখানে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে, এই নিয়েই অভিযোগ জানাতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে ঘিরে সেখানে চলতে থাকে বিক্ষোভ। বিডিও অফিসের বাইরে বোমাবাজিও হয় বলে অভিযোগ। লকেট চট্টোপাধ্যায় বলেন, তৃণমূল জিতেছে বলে জোর জুলুম করছে, বাড়ি ভাঙচুর করছে। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলছি সবার জন্য বলছি। রাজনীতি পরে দেখা যাবে। কর্মীদের মা বোনেদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে, এমনও অভিযোগ করতে শোনা গেল তাঁকে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।