প্রার্থী হওয়ার আশায় ২৮ লক্ষ খরচ। খরচ করেছিলেন রায়গঞ্জের মদন বিশ্বাস। তালিকা ঘোষণা হতেই আকাশ থেকে পড়লেন মদন। প্রার্থী তালিকায় নাম নেই তাঁর। রায়গঞ্জ বিধানসভায় তাঁর নাম সবার আগে ছিল। এমনটাই দাবি মদন বিশ্বাসের। প্রার্থী হওয়ার জন্য ২৮ লক্ষ খরচও করেছেন তিনি। সবটাই তিনি করেছেন নাকি দেবশ্রী চৌধুরির কথায়। এখন এই নিয়েই ক্ষোভ প্রকাশ মদনের। জানালেন, এবার নির্দলের হয়েও তাঁকে প্রার্থী হতে হবে। পাল্টা জবাব অবশ্য দিয়েছেন দেবশ্রী চৌধুরী। এই সবই নাকি তিনি নিজের ইচ্ছেতেই করেছেন। এমনটাই জানালেন দেবশ্রী চৌধুরী।