উনি যদি মিঠুন চক্রবর্তী হন তাহলে আমিও মদন মিত্র। আমিও খবর পড়ি না, খবর দেখি না, খবর তৈরি করি বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ মদন মিত্রের। বিজেপির ব্রিগেড সমাবেশ যোগ দিয়ে সভামঞ্চে থেকে বিজেপিতে যোগদান করেন সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী। বিজেপিতে যোগদান করে তার বিখ্যাত একটি সিনেমার ডায়লগ " জলঢোঁড়া ও নয় বারি ঢোঁড়াও নয়- জাত গোখরো, এক ছোবলেই ছবি" সভা মঞ্চ থেকেই দেন তিনি। এদিন তার মন্তব্যের পরিপ্রেক্ষিতে তীব্র কটাক্ষ করেন তৃণমূলের জনপ্রিয় নেতা মদন মিত্র। এদিন তিনি জানান- একজন অভিনেতা এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। তাঁকে কটাক্ষ করতে গিয়ে মিঠুন চক্রবর্তীর সিনেমায় ব্যবহার করা একটি ডায়লগ তুলে ধরেন মদন মিত্র। মদন মিত্র জানান যারা দাদাগিরি করতে আসবে তাদের মারবো এখানে আর লাশ পড়বে ভিন রাজ্যে। উনি যদি মিঠুন চক্রবর্তী হন তাহলে আমিও মদন মিত্র। আমিও খবর পড়ি না, খবর দেখি না, খবর তৈরি করি। ঠিক এই ভাষাতেই তিনি আক্রমণ করেন মিঠুন চক্রবর্তীকে।