২০২১ বিধানসভা নির্বাচনের প্রথম থেকেই বিজেপির হয়ে প্রচার করতে দেখা গিয়েছে মিঠুন চক্রবর্তীকে। একাধিক জেয়গায় প্রচার চালিয়েছেন তিনি। প্রচারের তাগিদে জেলায় জেলায় পৌঁছিয়ে গিয়েছেন মহাগুরু। অষ্টম দফা অর্থাৎ শেষ দফা নির্বাচনে ভোট দিলেন তিনি। ২৯ এপ্রিল রাজ্যে অন্তিম দফা নির্বাচন। শেষ দফার নির্বাচনে ভোটার মহাগুরু। কাশিপুর-বেলগাছিয়া কেন্দ্রে ভোট দিলেন তিনি। সকাল সকালই প্রয়োগ করলেন গণতান্ত্রিক অধিকার।