দ্বিতীয় দফা নির্বাচনের আগে নন্দীগ্রামে শেষ মুহূর্তের প্রচার সারলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই দাঁতে দাঁত চেপে লড়াইয়ের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের বুকে আরও একবার লড়াইয়ের ডাক দিলেন তিনি। রাজনৈতিকভাবে বিজেপি-কে পরাস্ত করার ডাক তাঁর। নন্দীগ্রামের বুকে রণংদেহি মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে থেকেই ঠান্ডা মাথায় জোড়া ফুলে ছাপ দেওয়ার ডাক দিলেন তিনি।