প্রথম দফা নির্বাচনের পর এবার দ্বিতীয় দফা নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ। ১ এপ্রিল রয়েছে দ্বিতীয় দফা নির্বাচন। ওই দিনেই নন্দীগ্রামে রয়েছে নির্বাচন। দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য। তারই প্রস্তুতি চলছে এখন জোর কদমে। নন্দীগ্রামে শেষ মুহূর্তের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় দফা ভোটের আগে প্রচার সারলেন তিনি। হুইল চেয়ারে করেই রোড করলেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন অসংখ্য তৃণমূল সমর্থকরা। ভাঙাবেড়া শহিদ বেদী থেকে শুরু হয় রোড শো। রোড শো চলে সোনাচূড়া পর্যন্ত।