ভোটযুদ্ধে একে অপরের উপর বাক্য বর্ষণ। মমতার সরকারকে উপড়ে ফেলার ডাক। নন্দীগ্রামে গিয়ে ডাক দিলেন অমিত শাহ। মমতার সরকারেরর জন্য অসহায় মানুষ। অভিযোগ, দিন দিন মানুষ অত্যাচারিত হচ্ছে। অভিযোগ করেছেন অমিত শাহ। সেই অভিযোগ তুলেই শুভেন্দু অধিকারীকে জেতানোর ডাক দিলেন অমিত শাহ। পাল্টা অমিত শাহ-দের তোপ মমতার। বিজেপি-কে ভোট না দিতে আবেদন মমতার।